স্পেশাল বৈশিষ্ট্যসমূহ:
এছাড়া আমাদের আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা যা ময়মনসিংহ শহরে আমরাই প্রথম:
আমাদের ডিজিটাল প্রযুক্তিসমূহ-
সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালার দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন-
প্রিয় শিক্ষার্থী,অভিভাবক,এলাকাবাসি এবং দেশবাসি সবার প্রতি রইল আমার সালাম(আসসালামু আলাইকুম)। আমি এস.এম.মিলন ভুঁইয়া,আমার গ্রাম: বিলজোড়া,পোস্ট: বিলজোড়া,উপজেলা: পূর্বধলা, জেলা: নেত্রকোনা, আমি খুব সাধারণ এক পরিবারে সন্তান।
আমরা চার ভাই এক বোন, আমি আমার পরিবারের ২য় সন্তান।
আমার শিক্ষা জীবন
আমি ,পড়াশোনা শেষ করি, এস.এস.সি- ২০০৫ কাপাসিয়া উচ্চ বিদ্যালয়,এইচএসসি-২০০৭ পুর্বধলা সরকারি কলেজ পূর্বধলা,অর্নাস-২০১১ আনন্দ মোহন সরকারি কলেজ থেকে গণিতে (1st Class) এবং মাস্টার্স(গণিত)-২০১২ আনন্দ মোহন সরকারি কলেজ,ময়মনসিংহ থেকে শিক্ষা জীবন শেষ করি ।
কর্ম জীবন
আমি শিক্ষা জীবন শেষ করে একটা Job এর পাশাপাশি , কোচিং পেশায় নিয়োজিত আছি,আমার -পরিচালনায় Mymensingh City সদরে একটি সু-পরিচিত কোচিং-
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি (Basic Math And Science Academy)
প্রতিষ্ঠা করেছি। বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ময়মনসিংহ শহরের উল্লেখযোগ্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে,যেখান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী বের হয়ে আজ বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমির কোন শিক্ষার্থী নেই। আমি আল্লাহ তায়া’লা কাছে লাখো কোটি শুকরিয়া,আলহামদুলিল্লাহ পোষণ করি। এই ছোট জীবনে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু পেয়েছি। আমি আরো বলতে চায় আমি কথায় না কাজে বিশ্বাসী আসেন,দেখেন,বুঝেন তারপর আপনার বাচ্চাদের বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে ভর্তি করবেন কিনা ভাবেন।বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি বিশ্বাস করে যে উক্ত প্রতিষ্ঠানের ,সহকারি টিচার্র,স্টাফ,অফিস Management সকল কিছুই অন্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ভিন্ন। বিশেষ দিক হলো , BMSA-অভিভাবকগণদের সর্বোচ্চ মূল্যায়ণ করে থাকে এবং তাদের কথার মূল্যায়ন করে থাকে যা অন্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা । আমি আবারো বলতে চায় -বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি (Basic Math And Science Academy) Is the best Educational Paltform.
If You Think You Can Do it,you Can do.
পরিচালক ও প্রতিষ্ঠাতা প্রধান:
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি
নাহা রোড-ময়মনসসিংহ-বাংলাদেশ
মোবাইল: ০১৭০৩-৫০৭৩৩৬
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি Website খোলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে দ্যা হলি কুরআন ইসলামিক স্কুলের ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি ওয়েবসাইট খোলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে । বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন(Information) হাইওয়েতে উঠতে গেলে, শিখতে গেলে তথ্য প্রযুক্তি, গণিত ও বিজ্ঞান সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গণিত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
পরিচালক
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি
ময়মনসিংহ সদর-বাংলাদেশ
মোবাইল: 01917-108922
ই-মেইল: basicmath257@gmail.com